আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক, ইউক্রেনকে বাদ দেওয়ার সমালোচনা তুঙ্গে
বিশ্ব ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের শীর্ষ বৈঠক করবেন।
এ বৈঠক হবে তাঁর পুনঃনির্বাচনের পর প্রথম মার্কিন–রাশিয়া বৈঠক এবং ২০২১ সালের পর দুই দেশের প্রেসিডেন্টদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
ট্রাম্প জানিয়েছেন, বৈঠকের মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা। তবে তিনি “আঞ্চলিক সমঝোতা” বা ভূখণ্ড বিনিময়ের কথা তুলেছেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। জেলেনস্কি বলেছেন—“ইউক্রেন ছাড়া কোনো শান্তি আলোচনা হবে না।”
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো মিত্ররা ট্রাম্পকে সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনকে বাদ দিলে এই বৈঠক কেবল রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেবে। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন একে “ভুল বার্তা” বলে আখ্যা দিয়ে বলেছেন, এটি অতীতে তালেবানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মতোই বিতর্কিত হবে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, জেলেনস্কিকে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনায় আছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্বশান্তির জন্য এ বৈঠক গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেনকে বাইরে রেখে কোনো সমাধান টেকসই হবে না।