রাজশাহীতে বিএনপির সম্মেলনে মঞ্চে ‘আওয়ামী লীগের’ শিল্পী, ফেসবুকে ঝড়

টুইট ডেস্ক : রাজশাহীতে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কণ্ঠশিল্পী গৌরব হোসেনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গৌরবের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আত্মীয় এবং রাজশাহীতে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গৌরব হোসেনের স্ত্রী সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদে’ চাকরিও দিয়েছিলেন। ফেসবুকে গৌরব পলকের সঙ্গে বহু ছবি শেয়ার করেছেন এবং তাদের রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায়।

গত ৫ আগস্ট এবং এবার ১০ আগস্ট মহানগর বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন গৌরব। যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ তার ফেসবুকে লিখেছেন, গৌরব সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা এবং পলকের পরিবারের সদস্য, যিনি এখন বিএনপির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন। তিনি সমালোচনা করে বলেন, ‘এমন ব্যক্তি যাঁর হাতে এখনও আমাদের বিপ্লবী ভাইদের রক্ত রয়েছে, কীভাবে বিএনপির মঞ্চে আসছেন?’

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গৌরবের প্রতি সমালোচনা ও তিরস্কার দেখা গেছে। বিএনপি নেতারা যোগাযোগের চেষ্টা করেও সাংগঠনিক সম্পাদকসহ কাউকে পাওয়া যায়নি এবং গৌরবের ফোনও বন্ধ পাওয়া গেছে।