১২ আগস্ট থেকে বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট

টুইট ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। নতুন নোট প্রথমে ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকে ছড়ানো হবে।

বর্তমানে প্রচলিত ১০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও নতুন নোটে তা থাকবে না। তবে নতুন নোটের পাশাপাশি আগের সব কাগজ ও ধাতব নোট চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং রাজধানীর মিরপুরের টাকা জাদুঘর থেকে ক্রয় করা যাবে।

নতুন নোটটির আকার ১৪০ মিমি x ৬২ মিমি, ১০০% সুতি কাগজে মুদ্রিত এবং জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকবে। নোটের সামনের বাঁ পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। পেছনে সুন্দরবনের ছবি সংযুক্ত থাকবে।

নোটটিতে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। সামনের বাঁ পাশে লাল ও রুপালি রঙের নিরাপত্তা সুতা আছে, যা নাড়াচাড়া করলে রঙ পরিবর্তন হয়। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডান নিচে তিনটি অসমতল স্পর্শযোগ্য বৃত্ত রয়েছে।

এর আগে ১ জুন বাজারে এসেছে নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। চলতি বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণের কারণে নতুন নোট ছাড়াই বাজারে সেগুলো আসতে সময় লেগেছে।

১০০০ টাকার নোটের আকার ১৬০ মিমি x ৭০ মিমি, বেগুনি রঙের আধিক্য, সামনের বাঁ পাশে জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি এবং পেছনে জাতীয় সংসদ ভবনের ছবি রয়েছে। এতে ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত।

৫০ টাকার নোট ১৩০ মিমি x ৬০ মিমি, গাঢ় বাদামি রঙের, সামনের বাঁ পাশে আহসান মঞ্জিল এবং পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ ছবিসহ ৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

২০ টাকার নোটের আকার ১২৭ মিমি x ৬০ মিমি, সবুজ রঙের আধিক্য, সামনের বাঁ পাশে কান্তজিউ মন্দির এবং পেছনে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি রয়েছে।