রাজশাহীতে পুলিশের ওপর হামলা ও গণপিটুনিতে হ’ত্যার মূল আসামি চঞ্চল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান সন্দিগ্ধ চঞ্চল প্রামাণিক (২৭)কে র‌্যাব গ্রেপ্তার করেছে। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বামনী গ্রামে।

শনিবার মধ্যরাতে বাগমারা উপজেলার দেউলিয়া চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি দল। রোববার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চঞ্চলকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনা গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে ঘটে, যেখানে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে গিয়ে আবদুর রাজ্জাক নামের ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা আমিনুলকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে প্রায় এক হাজার লোক পুলিশের ওপর হামলা চালায় এবং আমিনুলকে ছিনিয়ে নিয়ে হত্যা করে। পুলিশ সদস্য সাতজন আহত হন।

এ ঘটনায় মোট ১,২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার একটি মামলায় চঞ্চলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।