ফ্যাসিস্ট সরকারের পতনের পর পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

টুইট ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক অবস্থায় থাকা ৪০ জন পুলিশ কর্মকর্তার পদক সরকার প্রত্যাহার করেছে।

এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শকরা, যারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন সময়ে দেয়া ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, পদক সংক্রান্ত আর্থিক সুবিধাসমূহও বন্ধ করা হবে এবং ইতিপূর্বে প্রাপ্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।