নিবন্ধন চেয়ে এনসিপিসহ ১৬টি রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ
টুইট ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ মোট ১৬টি রাজনৈতিক দল টিকে গেছে। এখন এসব দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই-বাছাই শেষে নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রাথমিক শর্ত পূরণকারী দলগুলোর তথ্য মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হবে। মাঠ পর্যায়ের এই তদন্ত শেষে যেসব দল সব শর্ত পূরণ করবে, তাদের নিবন্ধন দেয়া হবে।
ইসি বলছে, চলতি আগস্ট মাসের মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরে ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করা হবে।
গত ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য ইসিতে ১৪৫টি দল আবেদন করেছিল। প্রথম ধাপে শর্ত পূরণে ব্যর্থ দলগুলোকে প্রয়োজনীয় ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়। ৩ আগস্ট পর্যন্ত এই শর্ত পূরণ করার সময় বেঁধে দেয় কমিশন।
এক ইসি কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ ১৬টি দল শর্ত পূরণে সক্ষম হয়েছে।