রাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বাতন্ত্র্য রক্ষায় শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাথে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একীভূত করার সম্ভাব্য পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দেশের উচ্চশিক্ষা ও প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শাখা। এর স্বাতন্ত্র্য কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না। সাম্প্রতিক সময়ে একীভূতকরণের গুঞ্জন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

প্রতিবাদকারীরা তিন দফা দাবি তুলে ধরেন-

১. রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখা।

২. অন্য কোনো বিভাগের অনধিকার কার্যক্রম প্রতিরোধ।

৩. বিষয়টি নিয়ে পিএসসি’র স্পষ্ট ও লিখিত বিবৃতি প্রদান।

তারা হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর ও কঠোর আন্দোলনের পথে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের এ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। দাবি পূরণে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।