রাজশাহীতে এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা খালিদ হাসান মিলুর বাড়িতে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে। এ সময় বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি হুমকিমূলক চিরকুট ফেলে যায়।
চিরকুটে লেখা ছিলো, “প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
মিলু জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে জানালার বাইরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।
তিনি অভিযোগ করেন, বৃষ্টির কারণে আগুন বাড়িতে ছড়াতে পারেনি এবং ‘জয় বাংলা’ লেখা থাকায় হামলাকারীদের পরিচয় সহজেই বোঝা যাচ্ছে।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও সশরীরে হুমকি দিচ্ছে। প্রশাসনের অবহেলায় তারা আরো সাহস পাচ্ছে।”
মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।