রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ অনুমোদন ও বন-পরিবেশ উপদেষ্টা পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সংক্রান্ত ডিপিপি অনুমোদন ও বন-পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নওশীন মাইশা জানান, উপদেষ্টা রেজওয়ানা হাসান ক্যাম্পাস নির্মাণে বাধা সৃষ্টি করেছেন। তাই তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ চাচ্ছেন। পাশাপাশি তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডিপিপি অনুযায়ী সরকারকে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ ভূমি শাহজাদপুরের রাউতাড়া এলাকাতেই ক্যাম্পাস স্থাপন করতে হবে।

৪৮ ঘণ্টার মধ্যে দাবিসমূহ পূরণ না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে চলমান এই আন্দোলনের ১২তম দিনে রবিবার বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের চার লেন সড়ক অবরোধ করে তারা। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন আটকে পড়ে এবং হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। আন্দোলনকারীরা বন-পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।

জামাতের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এই আন্দোলনে সমর্থন জানিয়ে দ্রুত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দুপুর পৌনে ১টায় অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আইন পাশ হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভাড়া করা ভবনসহ বিভিন্ন স্থানে চলছে।

২০১৮ সালে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাউতাড়া মৌজায় ২৩৫ একর জমিতে ক্যাম্পাস স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৮ কোটি টাকা। পরবর্তীতে প্রকল্প সংশোধন করে ২০২৫ সালে ১০১ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নতুন প্রস্তাব পাঠানো হয়, যা অনুমোদনের পর্যায়ে রয়েছে।

তবে সম্প্রতি পরিবেশ উপদেষ্টা ক্যাম্পাস ওই স্থানে স্থাপনের বিরোধিতা করেন, যা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন।