দেশ ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছেন যে জনগণকে চিকিৎসার জন্য বাধ্য হয়ে পাশ্ববর্তী দেশে যেতে হচ্ছে।
রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, পদ্মাসহ দেশের অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে বিএনপি। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যা নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে। আসন্ন সময়কে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের পাশে দাঁড়াতে হবে।
বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, “শেখ হাসিনা সরকার দেশ ধ্বংস করে দিয়েছে। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন করা হবে এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে।”
দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নগরীর পাঠানপাড়ার বড় রাস্তায় আয়োজিত সম্মেলনে দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। এক পর্যায়ে পুরো এলাকা নেতাকর্মীতে মুখরিত হয়ে ওঠে।
মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় নেতারা।