কোরিয়া ৯০ মিলিয়ন ডলার ঋণ দেবে বাংলাদেশকে
টুইট ডেস্ক : জলবায়ু খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৯০ মিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া। বাংলাদেশ ও কোরিয়া সরকার মধ্যে ‘জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি (সাবপ্রোগ্রাম-১)’ শীর্ষক ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে সোমবার (১৮ ডিসেম্বর)।
সঅর্থ বিভাগ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীতিমালা সংস্কার করেছে এবং কর্মসূচিতে রয়েছে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ প্রশমিতি, স্বল্প কার্বন অর্থনীতিতে রূপান্তর, টেকসই ও জলবায়ু-কেন্দ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকি ও ভঙ্গুরতা কমানোর লক্ষ্যে এই ঋণ প্রদান করা হবে।
বার্ষিক ০.৫ শতাংশ হারে সরল সুদে ঋণটি ৭ বছর ৬ মাস গ্রেস পিরিয়ডসহ মেয়াদপূর্তির সময়কাল ২৫ বছর ৬ মাস।
ঋণ চুক্তি অনুযায়ী এই কর্মসূচির লক্ষ্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে। ১৯৯৩ সাল থেকে কোরিয়ান সরকারের পক্ষ থেকে কোরিয়া এক্সিম ব্যাংক বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্পে সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে। সূত্র: বাসস।