ডিএমপির সাবেক উপকমিশনার মনিরুজ্জামান বরখাস্ত

অসদাচরণ ও পলায়নের অভিযোগে ডিএমপির সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

টুইট ডেস্ক: সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ইতোমধ্যেই সংশ্লিষ্ট ফাইলে স্বাক্ষর করেছেন। এর ফলে কাজী মনিরুজ্জামানের চাকরিতে সাময়িক বরখাস্ত কার্যকর হবে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে, যেদিন থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল থেকে অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি সরকারি চাকরির শৃঙ্খলাভঙ্গ এবং পলায়ন হিসেবে গণ্য হয়, যা বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শৃঙ্খলা রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগে পুলিশের ৯ জন পরিদর্শককে অবসরে পাঠানো হয়।

কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তদন্ত শেষে স্থায়ী শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।