ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা মোকাবিলায় জরুরি ওআইসি সভা ডাকছে তুরস্ক
তুরস্ক ও মিশর যৌথভাবে ওআইসির জরুরি বৈঠক আহ্বান, গাজার মানবিক সংকট ও ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বিশ্ববাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ।
টুইট ডেস্ক: ইসরায়েলের গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) তুরস্কের উদ্যোগে একটি জরুরি সভা আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৯ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য নিশ্চিত করেন।
আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, মিশরের পররাষ্ট্রমন্ত্রী ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, “ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আমরা ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে দ্রুত বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি এই পরিকল্পনাকে “ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং গণহত্যা নীতির নতুন পর্যায়” হিসেবে উল্লেখ করেন।
তুরস্ক ও মিশর এই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখছে। ফিদান জানান, গাজায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার টন মানবিক সাহায্য পাঠানো হয়েছে, যার জন্য তারা মিশরের সহযোগিতায় কৃতজ্ঞ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে এবং প্রায় দেড় লাখ মানুষ আহত। বোমাবর্ষণ ও অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষ নেমে এসেছে।
ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় বিক্ষোভ, যুদ্ধবিরতি ভঙ্গ ও গণহত্যা চালিয়ে আসছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থার চেষ্টা সত্ত্বেও মানবিক সহায়তা সীমাবদ্ধ করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েলি সেনারা খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে থাকা ফিলিস্তিনি নাগরিকদের ওপর গুলি চালিয়েছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলায় ইসরায়েল গণহত্যার অভিযোগের মুখোমুখি রয়েছে।
ইসরায়েলি মন্ত্রীসভাও গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে, যা আন্তর্জাতিক মহলের কঠোর নিন্দার মুখে পড়েছে। এই সংকটের মধ্যেই ওআইসি’র জরুরি বৈঠক গাজার সংকটের সমাধানে ইসলামী দেশগুলোর ঐক্য ও কার্যকর পদক্ষেপের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।