বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: ঐতিহাসিক রাজার মাঠে শনিবার (৯ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সকাল থেকে হাজারো পাহাড়ি নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসংগীত ও আলোচনা সভা।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল — “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ”। আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, “অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে।”

সভায় বক্তারা ভূমি, শিক্ষা ও জীবনের অধিকার সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ ও শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আয়োজনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. মং উষাথোয়াই মারমা। আলোচনা শেষে রাজার মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে শেষ হয়। র‍্যালিতে ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।