গাজীপুরে সাংবাদিক হত্যা: বান্দরবান প্রেস ক্লাবের দ্রুত বিচারের দাবি

বান্দরবান প্রতি‌নি‌ধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় বান্দরবান প্রেস ক্লাব গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

শনিবার (৯ আগস্ট) প্রেস ক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, বরং সত্য প্রকাশের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা।

প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির আহ্বান জানান। সিনিয়র সাংবাদিক বদ্ধজ্যোতি চার্কমা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি তুলে সতর্ক করেন, নইলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

প্রেস ক্লাবের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়—

১. অবিলম্বে দোষীদের গ্রেফতার
২. সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার
৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাধারণ সম্পাদক এন এ জাকির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।