ট্রাম্পের শাস্তিমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা স্থগিত করল ভারত

টুইট ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও সামরিক বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, এটাই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে প্রথম বড় ধরনের প্রতিবাদসূচক পদক্ষেপ।

সূত্র জানায়, ভারত যুক্তরাষ্ট্র থেকে স্ট্রাইকার সাঁজোয়া যান, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও বোয়িংয়ের কিছু বিমান কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর এবং এসব চুক্তি ঘোষণার পরিকল্পনাও ছিল। কিন্তু এখন সেই সফর বাতিল করা হয়েছে।

৬ আগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন, যার ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে—যা যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্যিক অংশীদারের জন্য সর্বোচ্চ। ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেনে আক্রমণের জন্য মস্কোকে অর্থ জুগিয়ে চলেছে, যার জবাবে এই শুল্ক আরোপ করা হয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এই প্রতিরক্ষা চুক্তিগুলো ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা হলে আবারও শুরু হতে পারে।

তবে সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করেছে, “চুক্তি স্থগিত” সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন ও মিথ্যা। তারা বলেছে, অস্ত্র ক্রয় প্রক্রিয়া নিয়মিত পদ্ধতিতেই চলছে।