খুলনা মেডিকেল হাসপাতালের প্রিজন সেল থেকে পালাল মাদক মামলার আসামি

টুইট ডেস্ক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন মাদক মামলার আসামি ইউসুফ (২৩)। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। তিনি খুলনার খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে আটক করে খালিশপুর থানার পুলিশ। রাতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে বুকে ব্যথা অনুভবের অভিযোগে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর কোনো রোগ শনাক্ত করতে না পারলেও ইউসুফ একেক সময় একেক রকম উপসর্গের কথা বলেন। ফলে তাঁকে পর্যবেক্ষণের জন্য মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

রাত সাড়ে নয়টার দিকে ইউসুফকে হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। ওই সেলে আরও একজন বয়স্ক আসামি ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ওই বয়স্ক ব্যক্তি বাথরুমে যাওয়ার কথা বললে দায়িত্বে থাকা কনস্টেবল প্রিজন সেলের দরজা খুলে তাঁকে নিয়ে যান। এ সময় দরজার তালা বন্ধ করতে ভুলে যান তিনি। সেই সুযোগে ইউসুফ পালিয়ে যায়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার মো. আবু তারেক বলেন, “বাইরের ফটকের তালাও খোলা ছিল। বিষয়টিতে পুলিশের পাশাপাশি কারারক্ষীদেরও গাফিলতি রয়েছে। দায়িত্বে অবহেলার জন্য অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, “পলাতক ইউসুফ আমাদের হেফাজতে ছিলেন না। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সেটাও আমাদের জানানো হয়নি। যদি তিনি আমাদের হেফাজতে থাকতেন, তাহলে অবশ্যই তাঁকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হতো। প্রিজন সেলের অভ্যন্তরের দায়িত্ব পুলিশের হলেও সেখানে আমাদের লোকজনও থাকে। আমাদের কারো গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”

পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।