প্যাটেন্ট ইস্যুতে নতুন স্মার্টওয়াচ মডেলের বিক্রি বন্ধ করেছে অ্যাপল
টুইট ডেস্ক : প্যাটেন্ট নিয়ে দ্বন্দের কারণে তারা তাদের স্মার্টওয়াচের নতুন মডেলগুলোর বিক্রি বন্ধ রাখবে। অ্যাপল ওয়াচ সিরিজ নাইন ও অ্যাপল ওয়াচ আলট্রা টু মডেল দুইটির ব্লাড-অক্সিজেন সেন্সরকে কেন্দ্র করে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপল সোমবার এই ঘোষণা করে।
আমেরিকার একটি ফেডারেল বাণিজ্য সংস্থা অক্টোবরে জানতে পারে, ‘অ্যাপল ক্যালিফোর্নিয়া ভিত্তিক মেডিকেল প্রযুক্তি কোম্পানি ম্যাসিমোর প্যাটেন্ট বিধি লঙ্ঘন করেছে।’ অ্যাপলের বিরুদ্ধে আনা এই অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে ৬০ দিন সময় বেঁধে দিয়েছে আদালত। আদালতের বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে ডিসেম্বরের ২৫ তারিখ।
আদালতের রায়ের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, ‘তারা প্রাথমিকভাবে ওই দুইটি মডেলের স্মার্টওয়াচ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।’
কোম্পানিটি তাদের বিবৃতিতে বলে, ‘প্রযুক্তি শিল্পে গ্রাহকদেরকে শীর্ষস্থানীয় স্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তা ফিচারের পরিষেবা দিতে অ্যাপলের কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করেন। অভিযোগটির বিরুদ্ধে অ্যাপল দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করে ও গ্রাহকদের কাছে অ্যাপল ওয়াচের প্রাপ্যতা নিশ্চিত করতে অ্যাপল নানা ধরণের আইনগত ও প্রযুক্তিগত বিকল্প বিবেচনা করছে।’