অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু
টুইট ডেস্ক: আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে তিনি জানান, গত ৫ আগস্ট শেষ হয়েছে সরকারের প্রথম অধ্যায়। আজ থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়, যার প্রধান কাজ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করা।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার সময় জীবনবাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে সাহসিকতার পরিচয় দেওয়া শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সকাল ১০টায় সচিবালয়ে অনুষ্ঠিত এই নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের ওপর আলোচনা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায়।
তবে সরকার পতনের দিন প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয়। এরপর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিতভাবে সেখানেই অনুষ্ঠিত হচ্ছে।