দুর্গম থানচিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮৪ জন
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ক্যাচুপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। ক্যাম্পটি ৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হয়।
এই মেডিকেল ক্যাম্পেইনটি পরিচালিত হয় বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮১৯ লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আর্টিলারি-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে। ক্যাম্পে ৩৮ বিজিবির মেডিকেল টিম দায়িত্ব পালন করে।
চিকিৎসা ক্যাম্পে এলাকার ৮৪ জন দরিদ্র ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ১০ জন পুরুষ, ৬২ জন নারী ও ১২ জন শিশু। সবাইকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চিকিৎসা সহায়ক সামগ্রী সরবরাহ করা হয়।
উল্লেখ্য, থানচি উপজেলাসহ সীমান্তবর্তী পাহাড়ি এলাকার অনেক অঞ্চল এখনও উন্নত চিকিৎসা সেবার বাইরে। এই বাস্তবতায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এসব অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
বিজিবি জানায়, আগেও তারা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে, এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।