মালয়েশিয়ায় অবৈধ প্রবেশের চেষ্টায় ২৬ বাংলাদেশি আটক
টুইট ডেস্ক : মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১-এ (KLIA-1) অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)।
বুধবার (৬ আগস্ট) মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান ওই ২৬ জন। আন্তর্জাতিক আগমন গেটে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছে বৈধ ভ্রমণ ভিসা থাকলেও, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য উপযুক্ত ও যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি। এজন্য তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সংস্থাটি জানিয়েছে, দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
একেপিএস আরও জানায়, এ ধরনের অবৈধ প্রবেশ জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে কড়া নজরদারি ও নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে কেএলআইএ-১ ও কেএলআইএ-২ বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ ভ্রমণ ভিসার সুযোগ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে মূলত কাজের সন্ধানে। এ কারণে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।