ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের অনুরোধ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক : আগামী ছাব্বিশ (২০২৬) সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সিইসির কাছে পাঠানো চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে কমিশনকে অনুরোধ জানিয়েছেন। এই চিঠির মাধ্যমে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর কথা জানান। তারই ধারাবাহিকতায় এদিন নির্বাচন কমিশনে চিঠি প্রেরণ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ১৫ বছর ধরে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার প্রেক্ষাপটে এবারের নির্বাচন যেন “মহা-আনন্দের ভোট উৎসবের দিন” হিসেবে স্মরণীয় হয়, সে বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে উপযুক্ত প্রযুক্তির ব্যবহার এবং নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, অবাধ ও উৎসবমুখর করতে নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে। চিঠির শেষ অংশে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।