রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মহবুল ওরফে কালু (৫২)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, প্রায় সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আটক করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।