কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর ‘হুন্ডি মুকুল’
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন আত্মগোপনে থাকা রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুল (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
ওসি জানান, রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুল এলাকায় ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। এক সময় পাড়ায় মুদিদোকান চালালেও হুন্ডি ব্যবসার মাধ্যমে তিনি হাজার কোটি টাকার মালিক বনে যান। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক গোপন প্রতিবেদনে হুন্ডি চক্রের তালিকায় মুকুলের নাম দ্বিতীয় স্থানে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তাকে রাজশাহীর সিন্ডিকেট প্রধান হিসেবে চিহ্নিত করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গে ছিল মুকুলের ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি পাচারকালে এনামুলের পাঠানো ১ হাজার রুপির অর্ধেক অর্থ আত্মসাৎ করার কথাও এলাকায় জনশ্রুতি হিসেবে প্রচলিত।
মুকুলের এই ‘দুর্ধর্ষ উত্থান’ রাজনৈতিক প্রশ্রয়েই সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরে তাকে ছত্রচ্ছায়ায় রেখেছেন। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি উপহার দেন মুকুল।
সম্পদের বৈধতা আড়াল করতে মুকুল ঠিকাদারি ব্যবসায় নাম লেখান। রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেন তিনি। যদিও এসব প্রকল্পে লাভের পরিবর্তে লোকসানের অভিযোগ করেন স্থানীয় ঠিকাদাররা।
সম্প্রতি মুকুল গোদাগাড়ী উপজেলার একটি বালুমহালের ইজারা নেন। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও তিনি কীভাবে এই ইজারা পান, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি আত্মগোপনে থাকার সময়ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি ইজারার চুক্তিতে স্বাক্ষর করেন—যা প্রকাশ্যে আসার পর রাজশাহীতে বিক্ষোভ হয়।
গ্রেপ্তারের বিষয়ে ওসি ইলিয়াস খান বলেন, “মুকুলকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হবে। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”