সাগরিকার জোড়া গোলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

টুইট ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া হলেও ৩৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাগরিকা। বিরতির পরেও আক্রমণের ধার বজায় রেখে ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

শেষ সময়ে কিছুটা ছন্দপতনের পর যোগ করা সময়ে আবারও গোল করে সাগরিকা। এর মাধ্যমে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন এই তরুণ স্ট্রাইকার।

বাংলাদেশের হয়ে আক্রমণে দাপট থাকলেও ফরোয়ার্ডদের কিছু ভুল ফিনিশিংয়ের কারণে ব্যবধান আরও বাড়েনি। তবে শুরুটা যে আত্মবিশ্বাসের, তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল।