রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়া সদর ইউনিয়নের তারাপুর গ্রামের মাহাবুরের স্ত্রী শরিফা বেগম (৪০), যিনি ঘটনাস্থলেই মারা যান, এবং দৈপাড়া গ্রামের শাহজাহানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ আলী (৪০), যিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন—তারাপুর গ্রামের আশুরা বেগম (৫৫), শরিফা (৪০), রশিদা (৪০) এবং বৃষ্টি (৩৫)। তারা সবাই ভ্যানে করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী দেখে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি ঢাকা-গামী কোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রেফার করা হয় রামেক হাসপাতালে।

এ বিষয়ে শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক কাজি বলেন, “ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যায়। রাতের অন্ধকারে গাড়িটি আটক করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহত শরিফা বেগমের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।