বান্দরবানে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালি
বান্দরবান প্রতিনিধি: ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বান্দরবানে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র বিজয় র্যালি ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে—এই দাবি তুলে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বান্দরবান জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
জেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালিতে অংশগ্রহণ করে জেলার সাতটি উপজেলার নেতৃবৃন্দ। র্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, মজিবুর রশিদ, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মাবুদ ও সাশৈ প্রু হেডম্যান।
এছাড়াও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের দৌলতুল কবির খান সিদ্দিকী, হাবিবুর রহমান ভুঁইয়া, মুসলিম উদ্দিন চৌধুরী, ওমর ফারুক রাশেদ, অমিত ভূষণ, মুছা হাওলাদার, সুমন ত্রিপুরা, আবুল কালাম, মিরাজ, উমচিং প্রমুখ।
জেলা বিএনপির সদস্য সচিব জাভেদ রেজা বলেন, “শহীদ জিয়া অমর হোক—এই আহ্বান নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের বিজয় স্মরণে আজকের এই র্যালি নতুন প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।