কাশ্মীরিদের প্রতি পাকিস্তান সেনাবাহিনীর অটল সমর্থন

পাকিস্তান সশস্ত্র বাহিনীর ‘ইয়াওম-ই-ইস্তেহসাল’ উপলক্ষে সংহতির ঘোষণা

বিশ্ব ডেস্ক: ইয়াওম-ই-ইস্তেহসাল (Youm-e-Istehsal) উপলক্ষে পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ (COAS) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির (NI-M) সহ চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং পাকিস্তান সশস্ত্র বাহিনী একযোগে ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীর (IIOJK)-এর জনগণের প্রতি তাদের অবিচল সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাশ্মীরিদের আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার ন্যায্য ও চলমান সংগ্রামকে পূর্ণ সমর্থন জানায়।

পাকিস্তান সেনাবাহিনী একে “ভারতীয় বাহিনীর দখলে থাকা জম্মু ও কাশ্মীরের অবৈধ দখলদারিত্ব” হিসেবে উল্লেখ করে জানায়, অঞ্চলটিতে অবিরাম সামরিক অবরোধ, কাঠামোগত মানবাধিকার লঙ্ঘন এবং পরিকল্পিত জনসংখ্যা পরিবর্তন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের দমনমূলক আচরণ, আগ্রাসী মনোভাব এবং উসকানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং মানবিক দুর্ভোগ বাড়াচ্ছে।

পাকিস্তান সশস্ত্র বাহিনী এই দিনে IIOJK-এ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের স্বাধীনতার সংগ্রামে কাশ্মীরি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রাসঙ্গিক প্রেক্ষাপট:

২০১৯ সালের ৫ আগস্ট, ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। সেই দিনটিকে প্রতিবছর পাকিস্তানে ‘ইয়াওম-ই-ইস্তেহসাল’ হিসেবে পালন করা হয়।