কাপ্তাই থেকে প্রতিসেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি

কাপ্তাই হ্রদে পানির চাপ, জলকপাট খুলে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়ছে বিদ্যুৎ কেন্দ্র

টুইট প্রতিবেদন: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে হঠাৎ করেই কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে যায়।

পানি বেড়ে যাওয়ায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উজানে বন্যা নিয়ন্ত্রণে রাখতে বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে কাপ্তাই বাঁধের জলকপাট আড়াই ফুট খুলে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় দ্রুত পানি ছাড়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে হ্রদের পানি স্তর ১০৮.৭৬ ফুট মিন সি লেভেল পর্যন্ত পৌঁছেছে। তবে ভাটির জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ আগস্ট) ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে ৯ হাজার কিউসেক এবং মঙ্গলবার (৫ আগস্ট) একই জলকপাট দেড় ফুট খুলে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, পানির প্রবাহ বাড়ায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদনেও বৃদ্ধি এসেছে। এখন কেন্দ্রটি ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। ১ ও ২ নম্বর ইউনিটে ৯২ মেগাওয়াট, ৩ নম্বরে ৪৭ মেগাওয়াট, আর ৪ ও ৫ নম্বর ইউনিটে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে ভাটির জনগণকে সতর্কবার্তা দেওয়া হবে বলে জানা গেছে।