একযোগে বদলি ৭৬ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা

টুইট ডেস্ক: রাষ্ট্রপতির আদেশক্রমে একযোগে বাংলাদেশ পুলিশের ৭৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে যেসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল, তাঁদেরই বিভিন্ন পদে নতুন করে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ঘোষণা করেছিল। ওই তালিকায় ছিলেন ১ জন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বদলিকৃতদের মধ্যে বেশিরভাগই মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা, যাঁরা একসময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রশাসনিক কাঠামো ও গোয়েন্দা কার্যক্রমে গতিশীলতা আনতেই এ বদলির সিদ্ধান্ত বলে জানা গেছে।