চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের ৭ প্রা/ণ

টুইট ডেস্ক: ওমান থেকে দেশে ফেরা এক প্রবাসী স্বজনকে আনতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। চলন্ত মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে আজ বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড়ে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা গেলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।”

নিহতরা সবাই এক পরিবারের সদস্য। তারা হলেন-ফয়েজুন্নেছা (৭০), খুরশিদা বেগম (৫০), কবিতা বেগম (৩৫), লাবনী বেগম (২৮), রেশমি আক্তার (১১), মিম আক্তার (৩) ও লামিয়া আক্তার (৮)।

জানা গেছে, নিহতদের পরিবারের এক সদস্য সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছেন। তাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে দুইটি গাড়িতে করে তারা ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে ভাগ হয়ে তারা লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে ছিলেন ১১ জন যাত্রী।

দুর্ঘটনার সময় স্থানীয়রা প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও, ভোরের আলোতে খালে গাড়ির হালকা আভা দেখে ছুটে আসেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন।

নোয়াখালী চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, “মাইক্রোবাসে চালকসহ মোট ১১ জন ছিলেন। চালক ও তিনজন পুরুষ যাত্রী উদ্ধার হলেও নারী ও শিশুরা গাড়ির ভেতরেই প্রাণ হারান। পরে আমরা মরদেহ উদ্ধার করি।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ প্রবাসীর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বেগমগঞ্জের আকাশ-বাতাস।