নোয়াখালীতে দুর্ঘটনায় এক পরিবারের ৭ জনের প্রাণহানি
টুইট ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন।
আজ বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে, যখন একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। মাইক্রোবাসটি ওমানপ্রবাসী এক স্বজনকে আনতে ঢাকা থেকে ফিরছিল। গাড়িটিতে চালকসহ ১৪ জন যাত্রী ছিলেন।
স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি গভীর রাতের ভ্রমণের ক্লান্তিতে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার পর সাতজন যাত্রী নিজেরা বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকি যাত্রীদের উদ্ধার করতে গিয়ে দেখা যায়, গাড়ির ভেতর আটকে পড়ে থাকা সাতজনের কেউই বেঁচে নেই। ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়ার পর তিনিও মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী স্বজনকে স্বাগত জানাতে গিয়ে পরিবারের এমন নির্মম পরিণতি সকলকে নাড়া দিয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।