‘আমাদের লক্ষ্য ছিল, হয় মরব না হয় বাঁচব’

নিজস্ব প্রতিবেদক: “আমাদের লক্ষ্য ছিল, হয় মরব না হয় বাঁচব- অবশেষে বিজয় আমাদের হলো।” এভাবেই গত বছরের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে মোহনপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা ও পথসভা।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে তপু বলেন, “গত বছর ৫ আগস্টের আগে আমাদের কোথাও স্থায়ীভাবে থাকার উপায় ছিল না। আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতাম। প্রোগ্রাম করতাম, কিন্তু ছবি বা ভিডিও পরে ফেসবুকে আপলোড দিতাম। কারণ প্রোগ্রামের সময় কিছু পোস্ট দিলে পুলিশ লোকেশন দেখে নেতাকর্মীদের ধরে নিয়ে যেত।”

তিনি আরও বলেন, “তখন মনে হয়েছিল- এভাবেই চলতে পারে না। হয় মরব না হয় বাঁচব। সেই মনোভাব থেকেই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। অবশেষে আজ আমরা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি।”

পথসভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জাহান পান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তাজমুল তান টুটুল, আহ্বায়ক মাসুদুল রহমান লিটন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শামসুজ্জোহা শাহিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, মৌগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল প্রমূখ।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। পুরো মোহনপুর উপজেলা সদর এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।