সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, নারীর পা বিচ্ছিন্ন

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে একটি তরতাজা নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৪ আগস্ট) সকালে ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাঁশের কুরুল কাটতে গিয়ে মিয়ানমারে অনুপ্রবেশ করায় লাকি সিং (২৪) নামের ওই নারীর পা মাইনের বিস্ফোরণে উড়ে যায়।

আহত লাকি সিং সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং গাছ বুনিয়া কারবারির মেয়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত কয়েক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ১২ জনের পা মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তিতে সীমান্তবর্তী মানুষের মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, সীমান্তে নিয়মিত টহল, নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম না থাকায় দুর্ঘটনা ক্রমেই বাড়ছে।

জনগণের প্রশ্ন: সীমান্তে কবে থামবে এই মৃত্যুফাঁদ?