মায়ের কোলে ফিরলো ১৪ মাসের শিশু

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের বাইশারীতে পারিবারিক কলহের জেরে বাবার কাছে আটকে থাকা ১৪ মাসের শিশুকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

১৮ বছর বয়সী রোকসানা আক্তার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করে জানান, তার স্বামী মো. শামিম মিয়া (২০) তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদের ১৪ মাসের দুগ্ধপোষ্য শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেয়নি।

অভিযোগ পাওয়ার পরই ২ আগস্ট বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর নির্দেশে নারী পুলিশের অংশগ্রহণে একটি আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ এবং মানসিকভাবে সন্তুষ্ট বলে জানানো হয়েছে।

বান্দরবান জেলা পুলিশ জানায়, তারা সবসময় মানবিক সেবা ও নাগরিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ বান্দরবান গড়ার লক্ষ্যে এই ধরনের সেবা কার্যক্রম চলমান থাকবে।