নাইক্ষ্যংছড়িতে অপহৃত শিশু ৪৮ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘরের দরজা ভেঙে সাত বছরের এক শিশুকে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি রুহুল আমিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। আর অপহৃত শিশু সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে। শিশুটির বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ১ আগস্ট বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুলাই দিবাগত রাতে পাঁচ-ছয়জন মুখোশধারী সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তখন বাড়িতে ছিলেন তার স্ত্রী শাহেদা বেগম, ১১ বছরের মেয়ে ও সাত বছরের ছেলে।
দুষ্কৃতকারীরা ঢেউটিনের দরজা ভেঙে প্রবেশ করে শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা ফোন করে শিশুটিকে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি জানাজানি হলে নাইক্ষ্যংছড়ি থানা ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করে। পুলিশের দল দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ আগস্ট অপহরণকারী দলের একজনকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিশুকে নিরাপদে উদ্ধার করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বাকি অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।