বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
আজ ৫ই আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে সেজে উঠেছে। এই আন্দোলনের ধাক্কায় ফ্যাসিবাদের দোসররা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
বক্তারা আরও বলেন, রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং প্রশাসনসহ সর্বস্তরে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং গণঅভ্যুত্থানে আহত দুইজন ছাত্রকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসঙ্গে জুলাই দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, নেজারত ডেপুটি কালেক্টর মো. আসিফ রায়হান, সহকারী কমিশনার জয়া দত্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম. এম. শাহ নেয়াজ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী, জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমীর এস. এম. আবদুচ ছালাম আযাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আসিফ ইকবাল, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদের সম্মাননা প্রদান করে অনুষ্ঠান শেষ করা হয়। বক্তারা একমত হন— প্রেরণার দীপ্তিতে মুখর হোক বাংলাদেশ, মুক্তির উৎসবে গর্জে উঠুক জনতার জয়গান।