আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টার
টুইট ডেস্ক : ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ইঙ্গিত দেন।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হতে পারে, তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া সম্ভব বলে ধরা হচ্ছে।
এর আগে, গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে আসে। আজকের ভাষণে দেশের মানুষ ভোটের তারিখ নিয়ে অনেকটাই নিশ্চিত হতে পারলো।