জুলাই ঘোষণাপত্রে হতাশা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

টুইট ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠের পর তিনি এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয়নি।

তিনি জানান, ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা করা হয়নি। সংবিধানের প্রস্তাবিত প্রিয়াম্বলে জুলাই ঘোষণাপত্র স্থান পায়নি। এছাড়া ৫ আগস্ট থেকে ঘোষণাপত্র বাস্তবায়নের কথা বলা হলেও, এর সঠিক সময়সূচি বা নির্দেশিকা নেই।

ডা. তাহের আরও বলেন, ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা নেই। মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদের জন্য আজীবন ভাতা দেওয়ার প্রস্তাব থাকা সত্ত্বেও তা অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, “এটা একটি রচনা মাত্র হয়ে গেছে, এ জন্য আমরা এবং পুরো জাতি হতাশ।”

এর আগে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে।

শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এ ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে।