জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ ৪ বছরের আব্দুল আহাদের প্রতি শ্রদ্ধা

টুইট ডেস্ক : গত বছরের ১৯ জুলাই ৪ বছর বয়সী শিশু আব্দুল আহাদ যাত্রাবাড়ীর রায়েরবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ হিসেবে পরিচিত।

আহাদ তার বাবা-মায়ের সঙ্গে বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন। সে সময় ঘটনাস্থলেই প্রাণ হারান। আব্দুল আহাদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের আবুল হাসান ও সুমি আক্তারের পুত্র।

আহাদের স্মরণে ভাঙ্গা উপজেলা প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো গত ১৯ জুলাই তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার মো. আসিফ ইকবাল, নির্বাচন অফিসার হাচেন উদ্দিন, শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আব্দুল আহাদের মৃত্যুর দিন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ চলছিল। আহত অবস্থায় তার দ্রুত দাফন করা হয় ভাঙ্গার পুকুরিয়া গ্রামে।

শহীদ আব্দুল আহাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।