ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেললাইনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জুলাইযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন তারা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী রেলস্টেশনে এই ঘটনা ঘটে। ট্রেনের মান নিয়ে ক্ষোভ জানিয়ে তারা রেললাইনের ওপর বসে ও শুয়ে পড়েন, যার ফলে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

রেলওয়ে সূত্র জানায়, জুলাইযোদ্ধাদের জন্য ৪ লাখ ৮৫ হাজার ৯১ টাকা ভাড়ায় ৫৪৮ আসনের একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছিল, যা সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। তবে ট্রেনটি দেখতে ‘বাংলা ট্রেন’ ধরনের হওয়ায় একাংশ যাত্রী ক্ষুব্ধ হন। তারা বনলতা বা সিল্ক সিটি এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেন দাবি করেন।

বিক্ষোভের সময় স্টেশনে থাকা বেশিরভাগ যোদ্ধা বরাদ্দকৃত ট্রেনে উঠে পড়লেও বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নেন, ফলে বিশেষ ট্রেনটি নির্ধারিত সময়ের বদলে সকাল ৮টা ১৩ মিনিটে স্টেশন ছাড়ে। এ কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিও ৪৫ মিনিট বিলম্বে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়ে।

রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা যে পরিমাণ ভাড়া দিয়েছেন, সে অনুযায়ীই ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। আন্তঃনগর ট্রেন চাইলে ভাড়া আরও বেশি হতো। পরে বিক্ষোভকারীদের মধ্যে ৩৫ জনকে বিশেষ ব্যবস্থায় সিল্কসিটি এক্সপ্রেসে ঢাকায় পাঠানো হয়।

স্টেশন মাস্টার শহীদুল আলম বলেন, ‘আমরা যথাযথ ভাড়ায় উপযুক্ত ট্রেনের ব্যবস্থা করেছি। এরপরও অল্পসংখ্যক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন, যা অপ্রত্যাশিত।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘এই ট্রেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত, স্থানীয়ভাবে নয়—এ তথ্য যাত্রীদের জানানো হয়েছে।’