রাজশাহীতে দুদকের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ফরিদুল কারাগারে
নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলাম খানকে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর একটি আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।
ফরিদুল ইসলাম খান রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত এবং নগরীর বড়কুঠিপাড়া এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সুবর্ণগাতি গ্রামে।
দুদকের রাজশাহী অঞ্চলের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, ফরিদুল ইসলাম খানের বিরুদ্ধে ২০২৪ সালে ১ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলার পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ধার্য্য তারিখে সোমবার ফরিদুল ইসলাম খান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানিতে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।