দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯
টুইট ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নতুন আক্রান্ত ৩১৯ জনের মধ্যে ২৩০ জনই ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ হাজার ৩৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন।