রাবিতে ছাত্র-জনতার বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, রাবি : জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও ঐতিহাসিক ছাত্র-জনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে এই র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে তালাইমাড়ি মোড়ে গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাসহ নানান রকম ব্যানার, ফেস্টুন দেখা যায়।

বিজয় র‍্যালীতে আরম্ভের পূর্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আজকে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের হিসাব মেলানোর দিন। একবছরের যে উল্লাস-উদ্দীপনা, আনন্দ ছিল, সেটা ছিল একটি নতুন সম্ভাবনাকে ঘিরে। সেই সম্ভাবনার পথে আমরা কতটুকু এগোতে পারলাম, কতটুকু পারলাম না এই সমস্ত হিসাব-নিকাশ আজ করার দরকার আছে।

এছাড়া তিনি র‍্যালিটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার স্মরণকালে সর্ববৃহৎ র‍্যালি হিসেবে উল্লেখ করেন।