রাষ্ট্রপতির সঙ্গে ‘আদিকর্মযোগী অভিযানে’ অংশগ্রহণকারীদের সাক্ষাৎ

‘আদিকর্মযোগী অভিযান’-এর আওতায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিভিন্ন রাজ্যের প্রথিতযশা আদিবাসী প্রতিনিধি দল

টুইট ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন, যেখানে বিভিন্ন রাজ্যের প্রথিতযশা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। এই প্রতিনিধি দলটি আদিকর্মযোগী অভিযান কর্মসূচির অধীনে রাষ্ট্রপতি ভবনে আসেন, যা আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত আদিবাসী প্রতিনিধিদের উদ্দেশে বলেন—“আদিবাসী সম্প্রদায়ের শিক্ষিত মানুষদের উচিত সরকার পরিচালিত কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং সেইসাথে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করা।”

তিনি আরও বলেন, উন্নয়ন অভিযাত্রায় যারা পিছিয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো এবং সমাজকে সমানতালে এগিয়ে নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও নগর উন্নয়ন এবং বিদ্যুৎ মন্ত্রী মানোহর লাল, আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম, এবং আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকেই।

তাঁরা সবাই ‘আদিকর্মযোগী অভিযান’-এর লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রতি রাষ্ট্রপতির আগ্রহ এবং উৎসাহের প্রশংসা করেন।
‘আদিকর্মযোগী অভিযান’ কী?

এই কর্মসূচি আদিবাসী যুবকদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব গঠন ও সামাজিক দায়িত্বে উদ্বুদ্ধ করতে নেওয়া একটি বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে আদিবাসী জনগণের মধ্যে আত্মবিশ্বাস, সচেতনতা এবং সমাজসেবামূলক অংশগ্রহণ বাড়ানো হচ্ছে।