সাভারে ইয়ামিন হত্যা, এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

টুইট ডেস্ক : সাভারে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ অবস্থায় মিরপুরের এমআইএসটি শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে-হিঁচড়ে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ‘জুলাই আন্দোলন’-এর সময় শিক্ষার্থী ইয়ামিন শহীদ হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশের একটি এপিসির ওপর থেকে টেনে ফেলে দেওয়া হয়।

নিহত ইয়ামিন মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।