নাটোর চিনিকলে রাতে সশস্ত্র ডাকাতি, কোটি টাকার যন্ত্রাংশ লুট

টুইট ডেস্ক : নাটোরের চিনিকল মিলের বয়লার সেকশনে গত শনিবার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত প্রায় ৪০-৫০ সশস্ত্র ডাকাত কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে রাখার পর প্রায় ৯০ লাখ টাকার মূল্যমানের দামি যন্ত্রাংশ ও সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন।

ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আট নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তা হাবিলদার বদরুদ্দীন বেগ ও প্রহরী সাব্বির আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতরা পিতলের ওয়েল্ডিং কেব্‌ল, ব্রাশ শ্যাফট, পাম্প ইম্পেলারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করেছে, যার মূল্য প্রায় কোটি টাকা। ডাকাতদের হামলায় নিরাপত্তাকর্মী শাহ আলম গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ডাকাতির সময় বাধা দেয়ায় আরেক প্রহরী অলি আহমেদ আহত হয়েছেন, যিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, সিআইডি ও ডিবি মিল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইফতে খায়ের আলম বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে এবং তদন্তের জন্য কয়েকজন নিরাপত্তাকর্মীকে হেফাজতে নেয়া হয়েছে।

মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, থানায় এফআইআর হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মালামাল উদ্ধার ও তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছে।