শাহবাগে ছাত্রদলের ৯ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা

টুইট ডেস্ক : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩ আগস্ট) বিকেলে আয়োজিত এ সমাবেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন।

ঘোষিত দফাগুলোর মধ্যে রয়েছে—শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও গেস্টরুম সংস্কৃতির অবসান, নিরাপদ ও মানসম্মত আবাসন ও পরিবেশ নিশ্চিত করা, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সাম্যের ভিত্তিতে রাষ্ট্রগঠন, ফ্যাসিবাদবিরোধী শিক্ষানীতি প্রণয়ন, কর্মমুখী শিক্ষা চালু, মাদকমুক্ত ক্যাম্পাস, সাংস্কৃতিক আন্দোলন জোরদার, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।

সমাবেশে ছাত্রদল এসব দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র সমাজকে পাশে থাকার আহ্বান জানায়।