ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৪৩ জন হাসপাতালে

টুইট ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে কেউ মারা যাননি।

রোববার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ১১১ জন। চট্টগ্রামে ৫১, ঢাকার বাইরে বিভাগীয় অঞ্চলে ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৪ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৫৯ জন। ময়মনসিংহ বিভাগে নতুন রোগী মাত্র ৩ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে।