৫ আগস্ট ঢাকায় জনসমাগম, ভাড়ায় আসবে ৮টি বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনে যাতায়াতের জন্য নির্ধারিত ভাড়া প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ফরিদপুর, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ট্রেনগুলো ৫ আগস্ট দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ফেরত যাত্রা শুরু হবে।
প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৫০০ থেকে ১,০০০-এর মতো হলেও রেলওয়ে বলছে, যাত্রীসংখ্যা তারচেয়ে বেশি হতে পারে। সবচেয়ে ব্যয়বহুল ট্রেনটি আসবে রংপুর থেকে—ভাড়া সাড়ে ১০ লাখ টাকা। অন্যদিকে, সবচেয়ে কম ভাড়ার ট্রেনটি জয়দেবপুর থেকে, প্রায় ৭৩ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন বলে ধারণা করা হচ্ছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেবেন।
রাজনৈতিক কর্মসূচিতে ট্রেন ভাড়ার বিষয়টি অতীতেও দেখা গেছে। জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশে চার জোড়া ট্রেন এবং বিএনপির ছাত্রদল ৩ আগস্ট শাহবাগের সমাবেশে একাধিক ট্রেন ভাড়া করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এসব ট্রেনে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া নেওয়া হয়।
রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “চাহিদা অনুযায়ী ট্রেন দেওয়া হচ্ছে, এতে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে না। আমরা ভাড়া পাচ্ছি, তাই ট্রেন চালু করা হয়েছে।”